ইচ্ছেগুলো আজ বড্ড বেপরোয়া
পাবেনা যেনেও শেষ হয়না চাওয়া,
ইচ্ছে হলেই দূর আকাশের মেঘ হওয়া যায়
তাই বলে কি সবকিছুতে হাত বাড়ানো মানায়!
মেঘেরা তো স্বাধীনভাবেই ছুটে ছুটে বেড়ায়
ইচ্ছেরা তো তা পারেনা বন্দী আছে খাচায়,
মন চাইলেই বৃষ্টিতে তো খুব ভেজা যায়
তাই বলে কি না চাইতেও ঝরে পড়া যায়।
ইচ্ছে হলেই ঘুমের মাঝে স্বপ্ন দেখা যায়
পূরণ করার অজুহাতে চলে যেতে চায়,
পাবে কি পাবেনা তা আসেনা ভাবনায়
জোর করে তাদেরকে আটকে রাখা দায়।
ইচ্ছে হলেই যায়না যাওয়া দূর ওই তেপান্তরে
চুপটি করে বসে থাকি অন্ধকার এক ঘরে,
ইচ্ছে হলেই জানালা দিয়ে আকাশ দেখা যায়
ইচ্ছেগুলো হয়না পূরণ দুঃখ বাড়িয়ে যায়।