এক আত্মচিৎকার আমায় খুব তাড়িয়ে বেড়ায়
কখনো মাঝরাতে আবার কখনো সন্ধ্যাবেলায়,
আমি চাইলেই তা আটকাতে পারিনা
চিৎকার টা হারিয়ে যাক তা-ই বোধহয় চাইনা।
ক’দিন আগেও তোমার খোলা চুলের মোহে ডুবে থাকতাম
না চাইতেও তোমায় খুব করে কাছে পেতাম,
সেইদিন গুলো তো খুব পুরোনো নয়
তবে আজ কেনো সে কথা ভাবতেই মনে লাগে ভয়?
জোৎস্নার রাতে তোমায় নিয়ে কবিতা লেখতাম
বৃষ্টির দিনে তোমায় ছন্দে ছন্দে ভরিয়ে দিতাম,
ঝড়ের সময় খুব করে কাছে টেনে নিতাম
আবার তারা গুনতে গুনতে তোমার কোলেই ঘুমিয়ে পড়তাম।
সেদিন তুমি অপরূপ ভাবে সেজেছিলে
সেই নদীর পাড়ে কিছুটা সময় কাটাবে বলে,
আমি তোমার রূপে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম
তুমি কতটা সুন্দর সেদিনই হয়তো শেষবার বলেছিলাম।
আত্মচিৎকার টা মাঝরাতে বড্ড জ্বালায়
মাঝেমধ্যে স্বপ্নের মাঝে তোমার মতই কেও হেসে খেলে বেড়ায়,
ধরতে গেলেই সেই নদীতে ভেলায় যায় যে ভেসে
চিৎকার টাই সঙ্গী হলো আমার অবশেষে।