বদ্ধ ঘরের বাধ্য শাসনে
অভ্যস্ত সত্তা দারুণ মানিয়েছে,
রোজকার ঝঞ্জাল, রংচঙ্গা সংসার
জীবন ভেস্তে যায়।
খুয়া গেছে গিটার, খুয়া গেছে-
কলম-কাগজ, কৈশোরের চিরকুট!
বন্ধুরা কই? তোরা কই!
চল লিখি গাই, কবিতায় সুর বসাই।
টুংটাং-টুংটাং, গিটারে ঝংকার
বন্ধুরা কই? তোরা কই?
ফিরে চল, ফিরে আয়
গানে-গানে প্রাণ মিলাই।
মেঘ কেটে রোদ্দুর
আলো জ্বালোক সুখ-দুঃখ,
অলি-গলি-ফুটপাত
নগরে ফুটোক বাগান বিলাস।
মাতোহারা নাগরিক সাঁজ-
ঠিকঠাক, যেন সব উন্মাদ!
উৎসব হোক বেঁচে ফেরার
চলো উল্লাসে মাতি আঁধার কাটার।
বন্ধুরা কই? সবে কই?
ফিরে চল, ফিরে আয়
হাসি-খেলি-গাই
বাতাসে উন্মাদনা বিলাই।