শাস্ত্রভৃতেরা দাঁড়ায়ে যেন শাকুনিক,
আসছে এগিয়ে নির্ভীক বাংলা সৈনিক
দাবি একটাই “রাস্ট্রভাষা বাংলা চাই!”
দোর্দন্ড প্রতাপের হুঙ্কার আজ হবে অসহায়
মায়ের অধিকারে হস্তক্ষেপ যেথায়।
তুলে দাও অদ্রি-গিরি তাদের সামনে
তবুও তারা আসবে সামনে ঐ স্লোগান নিয়ে।
যে ভাষায় শিখেছি ‘মা’ বলে ডাকতে,
তাকে বুঝি কেড়ে নেবে জীবন থাকতে?
আজ যদি চলে যায় হাজার জীবন, তবে চলে যাক!
তবু রবে ‘বাংলা’ এই প্রাণেতে অমর
আইন ভেঙ্গে তাইতো হাজির তারা ছাত্রের দল।
মৃত্যুকে গলে নিতে আজ তারা অধীর
তিরোধিত,তবু তারা রেখে গেছে নজির।
2020-02-09