বাংলা কবিতা, সরকার বিরোধী কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন - কবিতা অঞ্চল
5/5 - (2 votes)

“যাহা বলিব মিথ্যা বলিব,
মিথ্যা বলে সত্য বলিব না।”
অপ্রকাশিত কাব্যেগ্রন্থের কবি-রা সরকার বিরোধী,
করিডোরে সততার পায়চারী,
টেবিলের নিচে টাকার গন্ধে হাতাহাতি,
নীতিকথায় প্লেট ভাঙে,
সরকার বিরুদ্ধ কবি-রা কবিতার পা’ চাটে।

যতোসব আইন-কানুন-শৃঙ্খল,
ভেঙে চূড়ে বাঁধাও কোন্দল,
অভিযুক্ত মোল্লা হইতে মন্ডল,
নেশার ঘোরে মোয়াজ্জেম আলী সাহেব,
মসজিদে পড়েছে তালা,
নামাজ পড়বি না বেটা?
দাশ বাবু’র গলায় বেঁধেছে অসুরের কাঁটা,
চলছে উন্নয়নের জোয়ার-ভাটা,
মন্দিরের বসেছে দুর্নীতির মহা যজ্ঞ,
বুঁদি রাম বাবু তাইতো ঘুমাইনি,
কম্পিত হচ্ছে হাহাকারে তরঙ্গ

আয়’রে সততা ভাত খেয়ে যা!
মিথ্যে সংসার-সমরাঙ্গনে বাঁধা’স নে মৃত্যুর গাঁ
বেঁচে থাক গনতান্ত্রিক জেলের পানে,
ব্রত থাক অসুস্থ গনতন্ত্রের ধ্যানে,
দোষে দোষী-
ধর্মে ধার্মিক –
ধর্ষণে ধর্ষক-
ভাতের ক্ষুধা’য় হানাহানি যুদ্ধ-বিগ্রহ দারিদ্র্য
সোনার বাংলা গড়ছে আন্তর্জাতিক স্যানিধ্য
মৃত্যু সজ্জায় সজ্জিত ক্ষুধার্ত মানবতা,
দাবিদাওয়ার পোষ্টার-ফেস্টুন টঙের দোকানের ভেড়া।
মরেছে বিচারিক আদালতে মহীয়ান কবি,
আমৃত্যু কারাদন্ডে দন্ডিত সরকার বিরোধী কবি-রা
জীবন সংগ্রামে দিয়েছে ছকিনা বিবি যৌবনটা,
করিম মিয়া মরল পেটের ক্ষুধা’য় ঠুকাইয়া ঠুকাইয়া,
কতকাল খায়’নি ভাত বন্দিশিবিরের কবি-রা
ব্যবচ্ছিন্নে ভ্রূণঘ্ন কবি’দের অপ্রকাশিত কবিতা’র যন্ত্রণা।
স্বপ্নীল ভূবণে এক ফোঁটা বিষপান এনে দে!
ছন্দ মোর সরকার বিরুদ্ধে প্রতিবাদ!
স্তবক মোর দূর্ণীতি’র অপবাদ!
ন্যায়-অন্যায়ের শাসনতন্ত্র বানিয়েছে বৈরাগী।
অপ্রকাশিত কাব্যেগ্রন্থের কবি-রা সরকার বিরোধী

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments