প্রেমিকের ঘরে প্রেম নেই,
প্রেমের আবরণে প্রেমিক নেই,
মিথ্যে সমরাঙ্গনে প্রেমহীন জীব নেই।
আছে, যতোসব কুৎসিত মানসিকতা
উচ্ছিষ্ট অভিপ্রায়ার্থক।।
আছে, রঙ্গমঞ্চের রঙ্গিন ঘুড়ি
যেথায় উড়াবা মারবে বিষাক্ত ছুরি
মৃত প্রায় শেয়ালটা হাঁক তুলছে প্রেমের ক্ষিধে।
বদ্ধ শেকলে বন্দি প্রেম
চোঁ-চোঁ প্রেমের ক্ষিধে মৃত উদ্ভিদ উপড়ে মৃত্তিকার চুম্বন ভিড়ে
একালে-সেকালে খায়নি প্রেমিক বহুকালব্যাপী
খেতে দেও আবেগ-ভালবাসা
না হ’য়ে মেরে ফেল
পুড়িয়ে দেও প্রেম ক্ষিধে জ্বালা
নিঃশেষ কর নির্বাক প্রেমিক শ্রোতার দাবিদাওয়া।
প্রেমিকের ঘরে প্রেম নেই
প্রেমিকার ঘরে প্রেমিক নেই।