বাংলা কবিতা, নারী প্রেম কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

নারী তোমার শাড়ির উপরের উঁচু স্তনে হাত বুলাতে নয়,
আমি ভালবাসি তোমার কোমল গালের স্পর্শকে।
নারী তোমার নিতম্বের মোহে নয়,
আমি ভালবাসি তোমার পিঠে আলতো করে হাত বুলাতে।
নারী তোমার যৌবন কাম্য উত্তেজনাকে নয়
আমি ভালবাসি তোমার অসহায়ত্বকে
যেথায় থাকবে না কোন সংশয়
নারী তোমার উত্তেজক পোশাক নয়
আমি ভালবাসি তোমার শাড়ির আঁচলের সুভাষ
নারী তোমার তলপেটের স্পর্শে নয়
আমি ভালবাসি শাড়ির কুঁচির এলোমেলো ভাঁজকে গুছিয়ে দিতে
নারী তোমায় বদ্ধ কেবিনেটে নয়
আমি ভালবাসি তোমায় নিয়ে খোলা প্রকৃতির মোহে হারিয়ে যেতে
নারী তোমার সতীত্বকে নিজ কাম্যতায় আত্মসাৎ নয়,
আমি ভালবাসি তোমার সতীত্বধর্ম আগলে রাখতে। 
নারী তোমার দেহতত্ত্বকে নয়, 
আমি ভালবাসি তোমার কাজল টানা দুই চোখের সমান্তরালের ক্ষুদ্র টিপকে।
নারী তোমার কৃত্রিম সৌন্দর্যকে নয়, 
আমি ভালবাসি তোমার ঘুমন্ত রূপকে।
আমি ভালবাসি তোমার অসীমতাকে। 
আমি ভালবাসি তোমার নীরব ভাষাকে।
আমি ভালবাসি তোমার আমাকে। 
আমি ভালবাসি তোমাকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments