বাংলা কবিতা, আমার একটা দা'দা আছে কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

বলছি বৈকি আমার একটা দা’দা আছে,
সংসার-সমরাঙ্গনে,
তার অস্তিত্ব নিশীথিনী অন্ধকারের পূর্ণিমা চাঁদ ন্যায় প্রজ্জ্বলিত,
কবিতার মত স্পর্ধা তার উজ্জ্বলিত,
অন্যায়-উৎপীড়ণে চাহনি বীভৎস,
শরৎ-হেমন্তের মাঠে অস্তিত্ব বিভাসিত,
মম অক্ষিলোম সততার মুখমণ্ডল
বরফখণ্ডে পরিণত তাঁহার স্বার্থপরতা
বলছি বৈকি আমার একটা দা’দা আছে।।

অসত্য কাব্য রচনা করছি নি,
দা’র পরিচয় প্রকাশে ব্যস্ত,
কাঁধে ভারী ঋণের বোঝা
শত ভুলের অনুতাপ ফুটছে,
দিচ্ছে সাজা।
বাহুবলে- বুদ্ধিবলে-সাহসিকতায়,
উর্ধ্বে-নিম্নে বিবেচিত নহে,
পারষ্পরিক ভ্রাতৃত্বে তোমায় সালাম।।
মিথ্যে আশায় আশ্রিত-
অবৈজ্ঞানিক মতবাদে উদ্বুদ্ধ-
শ্রেষ্ঠত্বের অসুস্থ প্রতিযোগিতা-
অতল সমুদ্রে সংঘাত-
বিপদসীমা’য় অধৈর্য্য-
সর্বত্র তাঁহার গুণবিচার আদালতে মহীয়ান দা হিসেবে সাবস্ত।
বলছি বৈকি আমার একটা দা’দা আছে

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments