আমাতে আর আমি নেই
আমাকে কেউ ডেকো না!
আমি হারিয়ে ফেলেছি আমাকে,
আমি হারিয়ে ফেলেছি কুসুমকুমারীর প্রেম,
আমি হারিয়ে ফেলেছি নৈঃশব্দের ঘ্রাণ,
আমি হারিয়ে ফেলেছি কোমলপ্রাণের অব্যক্ত কাব্য,
সর্বপরি আমি হারিয়ে ফেলেছি কবিত্বের মোহ।
যেথায় তোমারা উড়াও ব্যক্তিগত শোক,
সেথায় আমি মুছি সান্ত্বনার চোখ।
আমি আর আমি নই
আমি এক উড়নচণ্ডী
তোমার বৃদ্ধ বুকে আমার আমাকে খুঁজি-ফিরি
আমি এক উন্মাদ কবি,
তোমার হৃদয়তন্ত্রীতে অনুসন্ধান রত মম প্রতিছব্বি।
আমি আর আমি নই।।
2020-07-29