আমাকে ভিক্ষে দে, পরাধীনতা!
আমাকে ভিক্ষে দে, ভাত নয় ভাতের ফেনা!
আমাকে ভিক্ষে দে, যত্রতত্র সব উচ্ছিষ্ট আবর্জনা
আমি খেয়ে করব সব সাফ।
আমাকে ভিক্ষে দে!
ভিক্ষে দে, ন্যায়ের অন্যায়, সরলতার শঠতা,
প্রতিবাদের ধ্বংস,সব করব আমি নির্বংশ
আমাকে ভিক্ষে দে!
আমার অন্তনির্হিত ক্ষুধা মিটাতে পারবি কি?
তবে তোদের রাক্ষুসে ক্ষুধা মিটাবে কে?
রাস্তার মোড়ে, অলিতে-গলিতে রাক্ষুসে থাবা!
লালসা,নেশা চালান করল তোদের নিজ সত্ত্বা
তোদের মা-বোন আর্তনাদ বলছে তারা নাকি বেশ্যা
ওরে! পিশাচ তুই তো আমার উর্ধ্বস্তরের ক্ষুধার্ত!
তোর ক্ষুধা লালসার,
মম ক্ষুধা স্বাধীনতার!
অর্থ-বিত্ত কেটে খেলি স্ব-মানবতা।
এই নির্মম পৈশাচিক সংসারে ভিক্ষে দে,
ভিক্ষে দে, বিধাতা।
আজ, আমাকে ভিক্ষে দে, মানবতা
আর কিছু চাইনি আমি,
পেটের ক্ষুধাতৃষ্ণায় ভাত চাইনা,
আমাকে মানবতা ভিক্ষে দে।