আত্মহত্যা ক্ষনিকের আত্মতৃপ্তিতে সিক্ত হয় আত্মা।
তবে কি ক্ষনিকের আত্মতৃপ্তির পানে,
সামান্য অসংগতি/ব্যত্যয় কি নিতান্তই তুচ্ছ?
আত্মার আত্মতৃপ্তির পানে আত্মহত্যা কতটুকুই বা যুক্তিসঙ্গত?
প্রিয় আত্মা,
জীবন থেকে বিদায় নিয়ে খুব তৃপ্ত আছো বোধ হয়?
সামান্য কিছু অসংগতির দ্বারে
হার মেনে নেওয়ার নামই কি তোমার আত্মশক্তি?
অন্যথায় এমন আত্মশক্তি নিয়ে অন্য কারো আত্মায় পুনর্জন্ম নিওনা এই ভূমণ্ডলে,
কেননা, বিশ্বব্রহ্মাণ্ডে সুখ-দুঃখ পৃথক কিছু নহে, অশ্রু আমাদের দুঃখে দুঃখী হলে ঝরে,
সুখে সুখী হলেও ঝরে।
অনুভূতিটাই ভিন্ন
আর,তুমি কিনা সেই অনুভূতির ফাঁসে ফাঁসি দিলে?
ব্যর্থ তোমার জন্ম, ব্যর্থ তোমার মৃত্যু!