আমার কবিতা ছাপা হয়না,
ছাপা হবেওনা হয়তবা!
কিন্তু, অনুভূতির কি ছাপাঘর আবশ্যক?
কিছু বিশালতা,সত্যিই বিশাল,
কিছু অনূভুতি সত্যিই বিভোল,
কিছু ইচ্ছে অমলিন।
ব্যাখ্যার দ্বারে অনুভবটা বিলীন,
আর,ভালবাসার নিকটে অনূভুতি শব্দটি মলিন।
মখমলে কাগজ-কলম ডাকছে অতীতের স্মৃতি প্রতিদিন।
না! না! আমি লিখব না!
শুনব না,পড়ব না প্রেমে!
সেই মখমলে কাগজ-কলমের পানে।
আমি শুনব শুধু অনুভূতির প্রেম,
পড়ব অনুভূতির প্রেমে।
হারি-জিতি অনূভুতির সোপানে,
মম অসম্মান পড়বে না লাজে।
অনুভূতির পানে কবি,
কবির পানে কবিতা।
2020-06-15