আমি জানি পুরুষের জন্য
বরাদ্ধ করা হয়েছে একজন নারী
তবুও পর নারীতে আসক্ত আমি।
আমি জানি একজন নারী
পুরুষের অসংখ্য পাপ পঙ্খিলতা
দূরে ঠেলে দিতে পারে
তবুও নারী মগ্ন পরকীয়ায়!
আমি জানি,
আবার জানি না।
কীভাবে রমণীর গর্ভে নবজাতকের জন্ম?
কিংবা জারজ সন্তানের পৃথিবী দেখা।
আমি জানি,
টাকা ও নারী
যার কাছে যায় তার-ই।