এখন আমার দিকে আর তোমার মন আগায় না
আমার হাতে রেখে হাত তোমার পা বাড়ায় না,
দিব্যি এখন হচ্ছি দেখো প্রতিনিয়ত নিখোঁজ
অথচ তুমি আগের মত রাখছো না তার খোঁজ।
কাছাকাছি আর হবোনা, হাটবো না পাশাপাশি
পুরনো সেই চেনা রাস্তার স্মৃতি হচ্ছে বাসি,
কেমন জানি হঠাৎ তুমি নিচ্ছো অন্য মোড়
একলা এখন ঘুরি কেবলই শুন্য করে নিজ শহর।
হৃদয়ে অভিমান দানা যখন বাধে
কত কথা জমে রয় দুরত্বের ফাঁকে,
কি ভাবেই আর জানবে বলো আমার এই কষ্ট
অবহেলার দৃষ্টি তোমার যে স্পষ্ট।
তুমি না থাকার রাতগুলো অসহ্য খুব লাগে
দুঃখ নামে পরম বন্ধু আমার সাথে জাগে,
কেউই তো বুঝবে না, এ মনের কি যে হল
চলে যাওয়া প্রহরগুলোই সাক্ষী হয়ে ছিল।
খুব সংগোপনে এবার যাচ্ছো দূরে সরে
সম্পর্কের বন্ধন একেবারেই আড়াল করে,
স্বপ্নের পরিকল্পনায় হলে না স্থায়ী
তুমি নাকি ভাগ্য কাকে করবো দায়ী।
আবার কি ঠিক হয়ে যাবে আগের মত সব
অপূর্ণতার স্থানে হবে পূর্ণতার উৎসব,
খুব করে চাই আবার আসো বিচ্ছেদ ভেঙে দিয়ে
বাঁচিয়ে রাখো মন টা শুধুই ভালোবাসায় জড়িয়ে।