বাংলা কবিতা, দ্বিধা কবিতা, কবি দিপংকর রায় - কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

অথচ আমার ভিতরের এই যন্ত্রণা,
আমার সমস্ত একাকীত্ব,
আমার থমকে থাকা অন্ধকারময় সময়ের ভার,
সকল কিছুই তোমার অধীনে।
শুধু ইচ্ছা হলেই বদলে দিতে পারো সব,
কিন্তু তুমি যে রয়ে গেলে
কেবলই এই ইচ্ছার বিরুদ্ধ অবস্থানে।
তবুও অভিযোগে বেঁধে রাখতে চাই না তোমায়,
সবারই তো থাকে আপন কিছু মর্জি;
আমার না হয় আপাতত
না পাওয়াই হলো তোমার সান্নিধ্য।
আমি না হয় আরো কিছুদিন
ভুগবো স্মৃতির রোগে,
ঠুকবো মাথা উপরওয়ালার বুকে;
রাখবো চেপে কষ্টমাখা শব্দ।
কি জানি,
একদিন হয়তো তোমারও হবে যন্ত্রণা,
ভুগবে একাকীত্বের রোগে,
সময় তোমার ঠিক একই ভাবে যাবে থমকে।
হয়তো তখন ফিরবে আমার কাছেই
আহাজারির কঠিন আবেদনে,
প্রতিশোধ না ভালোবাসা!
আমার তখন উচিত কোনটা হবে.??

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments