বাংলা কবিতা, তোমাকে চাওয়া কবিতা, কবি দিপংকর রায় - কবিতা অঞ্চল
Review This Poem

একদিন তোমার বাড়িয়ে দেয়া হাতে আমি আমার সত্তা সপেছিলাম,
অবিকল ভালোবাসায় মোড়ানো তোমার দু-চোখের দৃষ্টিতে আমি মরণ ঝাপ দিয়েছিলাম।
নিজের সাথে নিজে যুদ্ধে হেরে গিয়ে আমি তোমাতে বিলীন হয়েছিলাম,
আমার জমিয়ে রাখা সমস্ত স্বপ্ন টুকরো টুকরো করে দিয়ে তোমার নূপুর পড়া পায়ে রেখেছিলাম।
অভ্যাসে রপ্ত হওয়া আমার বড্ড প্রিয় জিদ্দি স্বভাবটাও তোমার অবহেলার আকাশে উড়িয়ে ছিলাম,
হৃদয় নামক আমার কঠিন পাথরটিকেও নরম মাটির দলা বানিয়ে তোমায় দিলাম।
আমার বাক্য, আমার সুর, আমার নিজস্বতা আমি তোমার খামখেয়ালী ভরা অবুঝ মনেই অর্পন করেছিলাম,
কারন তোমার আস্কারায় দুর্বল এই বুকে সাহস জাগিয়ে আমি শুধু তোমাকেই ভেবেছিলাম।
সবকিছুর বিনিময়ে আমি শুধুমাত্র তোমাকে আমার করতে চেয়েছিলাম,
অথচ আমি কেবলই কৃত্তিমতায় ঠাসা তোমার বাহারী প্রেমের ফাঁদে জড়িয়েছিলাম।
কিংবা হতে পারে তাও ভালোবাসা নামধারী খেলার তোমার গুটির চাল ছিলাম,
অথবা এও বলা যায় আমি আমার নিজেকে তোমার উপভোগ করা বিলাসী সময় বানিয়েছিলাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments