কার কি আসে যায়
যদি মাঝরাতে অনন্ত আকাশের বুক থেকে,
একটি নক্ষত্র খসে যায়।
কার কি হয় তাতে
যদি মেঘ করে দেয় চাঁদকে আড়াল,
জ্যোৎস্না বিয়োগ রাতে।
কে বা খেয়াল রাখে
যদি তার বিহনে আমার মনে,
এক মহাকাশ হাহাকার জাগে।
কার কি আসে যায়
যদি মাঝরাতে অনন্ত আকাশের বুক থেকে,
একটি নক্ষত্র খসে যায়।
কার কি হয় তাতে
যদি মেঘ করে দেয় চাঁদকে আড়াল,
জ্যোৎস্না বিয়োগ রাতে।
কে বা খেয়াল রাখে
যদি তার বিহনে আমার মনে,
এক মহাকাশ হাহাকার জাগে।