4/5 - (2 votes)

আমি বারবার প্রেমে পড়ি, আবার উঠেও যাই
প্রেমনদীতে আমি হাজারবার ডুব দেই,
আবার ভেসেও উঠি;
আমাকে চেনাজানা লোকজন পাগল বলে,
প্রেম পাগল।
অথচ আমার তো শুধু প্রেম হয়, তোমার সাথে।

তোমার দুটি চোখ!
যারা কিনা সাতটা মহাসাগরের জল ধারন করে বসে আছে;
কি হাহাকার জাগানিয়া এক বেদনা নিয়ে
তারা আমায় সারাক্ষণ ডেকে যায়,
তোমার সেই জল ছলছল চোখের সাথে
আমার প্রেম হয়।
মায়াময় প্রেম।

নাকটা বোচা বলে যে আমি,
কারনে অকারণে তোমাকে ক্ষেপিয়ে তুলি,
রাগে-অনুরাগে সেই বোচা নাকটার ডগায়
যে বিন্দু বিন্দু ঘাম জমে;
সেই ঘাম জমানো নাকের সাথেই আমার তীব্র প্রেম হয়।
আদরীয়া প্রেম।

কবিতা বা উপন্যাসের নায়িকার সাথে মিলিয়ে
হয়তো তোমার ঠোঁটের বর্ণনা আমি করতে পারবো না কখনো।
বলতে বাধা নেই,
গ্ল্যামার দুনিয়ার রংচঙা উর্বসীদের মতও
তোমার ঠোঁটখানি ঠিক মিলে না।
তবে চাকচিক্যহীন সেই ঠোঁটের নেশায়
আমি সর্বদা বুদ থাকি।
বারবার সেই ঠোঁট আমাকে চুম্বকের মত টানে,
আমাকে আকর্ষন করা তোমার সেই ঠোঁটের সাথেই প্রেম হয়ে যায়।
চুমুকীয়া প্রেম।

ওই যে নগরের নির্জন রাতের রাস্তায়
রিক্সায় পাশাপাশি বসে থাকা,
হালকা বাতাসে তোমার দীর্ঘ কোমড় ছোঁয়া চুল
আমার চোখে, গালে, মুখে ক্রমাগত
লেপ্টে যাওয়া!
আমার তো তোমার সেই এলোমেলো চুলের সাথেই প্রেম হয়, দীর্ঘ প্রেম।
কেশবহুল প্রেম।

আমি প্রেম খুঁজে পাই তোমার সবকিছুতেই,
তোমার কথায় প্রেম, তোমার চলাফেরায় প্রেম;
তোমার রংঢং করে সাজগোজে প্রেম।
তুমি সম্পর্কিত এই ভূ-প্রকৃতির সৃষ্টি বা ধ্বংসে প্রেম।

আমি কারনে-অকারণে প্রেমী হই,
তোমার শতসহস্র বিষন্ন রাতের কাছে,
তোমার আফসোসে ভরা স্বপ্নের কাছে।
তুমিময় এক দুঃখী চাঁদের জ্যোৎস্নার কাছে।

তোমার উদাসীনতা, তোমার নির্দয়তা
তুমি থেকে তোমার ভিন্ন সত্তা;
সমস্ততার সাথেই প্রেম।
আমার প্রতিবারই প্রেম হয়,
তুমি নামক ভয়ংকর এক অবহেলার উপর প্রেম।

আমার প্রেম জাগে তোমার পুরো শরীরের সাথেই, তোমার যাবতীয় কর্মকাণ্ডের সাথে;
তুমি নামে সমগ্র তোমার সাথে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments