রেলগাড়ীর কামরা ভরা ঘুম
ক্লান্ত এক দুপুর নিঝুম,
অভিসারে বিধ্বস্ত প্রেয়সীর মুখ
যেনো সুখের মত এক অসুখ।
স্টেশনে স্টেশনে হট্টগোল
ঘাম জমা কপাল তার এলো চুল,
বিরতির ব্যাঘাতে বিরক্তি চরম
তবুও দৃষ্টিতে তৃপ্তি পরম।।
জানালার বিপরীতে প্রকৃতি চলন্ত
এপাশটায় দুজনেই চুপচাপ শান্ত,
ঝিকঝাক ঝিকঝাক শব্দের তালে
তন্দ্রায় মগ্ন মাথা রেখে তার কোলে।
আমার ইচ্ছার দলবল
সাথে অজানা কৌতুহল,
নিয়ে আনন্দ, শংকা আর ভয়
তার চোখের গভীরেই আশ্রয়।।
কি ফেলে এসেছি
অথবা কোথায় আমরা যাচ্ছি,
কিছুই রাখিনি তখন চিন্তায়
প্রাধান্য কেবলই সুখ সাময়িক এ যাত্রায়।
ছিলো ভুল মেশানো পথ
মিথ্যে লাইনটানা শপথ,
ঠুনকো কাঁচগড়া স্বপন
পুরোই ঘোর লাগা সে ভ্রমণ।।
তার হটাৎ জন্মানো মোহ
আর স্বল্পসময়ের আগ্রহ,
ছোটগল্পের মতই ঝটপট
অল্পতেই শেষ দৃশ্যপট।
তবুও রয়ে যায় রেশ
এইপ্রান্তে শেষমেষ,
হৃদয়ে ভাসে একটি ছবিরই ফ্রেম
রেলগাড়ীর কামরা ভরা প্রেম।।