তার হৃদয়পুরে আমার জন্য অনুভূতি নামক
কোন কিছু না পেয়েও প্রতি রাতে,
চিৎকার করে অন্ধকারকেই বলে বেড়াই;
আমি তাকেই ভালোবাসি।
আমি তীব্র অভিমান হৃদয়ে জমিয়ে রেখে
চোখের খরস্রোতা লোনাজলে ভেসে যাই;
গলায় জমাট হয়ে আটকে থাকা কষ্টের বিনিময়ে
আমার একের পর এক রাত পার হয়ে যায়,
সময়ের নিয়মে।
একেকটা বিষণ্ণ দুপুর থেকে বিকেল অব্দি
তার দেয়া পাহাড় কঠিন অবহেলা
পুষি কি সযতনে;
তাকে একান্তই আপন ভেবে।
নিষ্ঠুরতা বাড়ে প্রতিনিয়ত নিজেরই প্রতি
ক্ষত-বিক্ষত করি নিজের মন আর শরীরকে,
রোজ কত-শত বার।
আমি প্রতি সকালে নিজেরই মৃত প্রতিচ্ছবি
আবিস্কার করি আয়নার সামনে দাঁড়িয়ে,
হাহাকারের সুরে কন্ঠে বাজাই
বিভীষিকাময় গান।
তারপরও কখনো কখনো চন্দ্রিমা রাতে বা কোন অঝর বৃষ্টির সন্ধ্যায় খোলা আকাশের দিকে তাকিয়ে বেহায়ার মতো আশায় বসে থাকি, যদি একটিবার আমার জন্য মায়া অথবা ভালোবাসা কিংবা করুনা যা-ই হোক জন্ম নেয় তার মনে।