2/5 - (1 vote)

 

ইশ্বরের সৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হয়ে,
তার গুণকীর্তন না করলে,
তার সৃষ্টির অবমাননা হয়,
সৌন্দর্যের অবমাননা হয়
তাইতো তোমাকে এতো বন্দনা করি!
সাজাতে চাই কাব্যিক ছন্দে_

এই অপরিণত হাতেই দুঃসাহস করি
তোমাকে আপাদমস্তক বর্ণনা করার!
প্রতিবারেই ব্যর্থ হই,কাব্যিক ভাষায় দক্ষতা
না থাকার কারনে!
তবুও তোমাকে বর্ণনা করার এ দুঃসাহসিক অগ্রযাত্রা!এখন, সকাল দুপুর সন্ধা রাতে_
তোমাকে সাজাতে উপমা খুঁজি।
যদিনা ইশ্বরের সৃষ্টির অবমাননা করা হয়!
যদিনা সৌন্দর্যের অবমাননা করা হয়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments