ছুঁতে গিয়ে ভস্ম হয়েছি ; রুপবতী চাঁদ।
বুঝিনি কৌশলে পাতা ছিলো মরণের ফাঁদ।
হাসিতে নেশা ধরে, হিরন্ময় ঝিলিক।
কিন্নরকন্ঠ, যেনো জ্যোৎস্নার ফিনিক।
কামাক্ষী ইশারায় কাছে ডাকে; লুকোনো ফাঁদ।
ছুঁতে গিয়ে ভস্ম হয়েছি; রূপবতী চাঁদ।
আহা! রূপবতী চাঁদ।
ছুঁতে গিয়ে ভস্ম হয়েছি ; রুপবতী চাঁদ।
বুঝিনি কৌশলে পাতা ছিলো মরণের ফাঁদ।
হাসিতে নেশা ধরে, হিরন্ময় ঝিলিক।
কিন্নরকন্ঠ, যেনো জ্যোৎস্নার ফিনিক।
কামাক্ষী ইশারায় কাছে ডাকে; লুকোনো ফাঁদ।
ছুঁতে গিয়ে ভস্ম হয়েছি; রূপবতী চাঁদ।
আহা! রূপবতী চাঁদ।