ভুল মানচিত্র ধরে হাঁটতে হাঁটতে তোমার শহরে চলে এলাম
এসে দেখি-তোমাকে ছোঁয়ে খেলা করে আশ্চর্য মেঘদল,
এখানে হৈ-হুল্লোড়ে দিব্যি আছে তোমার প্রিয় কণ্ঠস্বরেরা,
প্রতিনিয়ত তুমি চোখবুলিয়ে যাচ্ছো
চশমা-ফ্রেমে বন্ধী কিছু স্থিরচিত্রে,
সস্নেহে আচল দিয়ে মুছে দিচ্ছো ধূলোবালি
তোমার স্নেহের শুশ্রূষা পায় অবহেলিত পথশিশু, বৃদ্ধারা
পথের কুকুরটিও তোমার খুব প্রিয়।
অথচ আমার জন্য তোমার হৃদয় ভালোবাসাহীন।
আমিই সেখানে অশরীরী, কোথাও নিজের অবয়ব পাইনা,
আমার প্রেমহীনতার চিৎকার কি পৌঁছায় না তোমার কানে?
আমার জন্য ভালোবাসা এতোটা দুষ্প্রাপ্য হলো কি করে?
2020-12-22