আজকাল প্রাত্যহিক কাজে মন বসছে না!
তোমাকে ভীষন ভাবি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ভাবি!
ভাবনা গুলোও বিষম খেয়ে
তোমার পানে ছুটে; ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে!
এক কাকভোরে আমি শিশির ভেজা আলপথ ধরে হাঁটি-
হাঁটতে হাঁটতে আমি তোমার কথাই ভাবি!
ভাবি; হিমশীতল শিশির স্পর্শ করলো
তোমার কোমল যুগল পা।
তুমি হেটে যাও স্নিগ্ধ পায়ে শিশির ভেজা ঘাসের উপর তোমার নিশ্চুপ পদচিহ্ন রেখে।
বিষন্ন বর্ষার নিদারুণ বৃষ্টিতে কদম হাতে
তোমার কথাই ভাবি,
ভাবি; একটু কাছে থাকলে তোমাকে দেওয়া যেতো
কাঁচা কদমের ঘ্রান।
ম্রিয়মান গোধূলিতে তোমাকে ভাবি,
ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবি!
তোমাকে ভেবে ভেবে নীড়হারা সাঁঝের পাখির মতো
অরণ্যে মিশি!
নিস্তব্ধ পূর্ণিমার মধ্যরাতে হাঁটতে হাঁটতে তোমাকে ভাবি,
ভাবি; তুমি কি সেই জ্যোৎস্নায় ফুটা ফুল?
তোমাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ভাবি,
ভেবে ভেবে হৃদয়ে বিষাদের রঙ মাখি!
এইসব ভোরের শিশির,বিষণ্ন বর্ষা,ম্রিয়মান গোধূলি, পূর্ণিমার চাঁদ; তোমাকে ভাবায় দিবারাত্রি!