একটা ছবির মতো সম্পর্ক দু-দলে ভাগ হয়ে গেলো। শুধু সেই দুটি মানুষের কথা বলিনি, বলতে ইচ্ছেও করছে না, তাদের ঘিরে যে দলটা তৈরি হয়েছিলো। সেখান থেকেও বেছে নিতে হবে কিছু অট্টহাসি, আবার আন্তরিকতার সাথেও ভুল গুলো বার বার মনে করিয়ে দিয়ে যাবে কেউ।
2021-10-02