অত:পর, মাঠের মাঝখানে একটা খেজুর গাছ আবিষ্কারকে কেন্দ্র করে আমরা সরষে রেনুর মতো নাচতে থাকলাম।
যে কোনো আধার আসোলেই কোনো গোপন সুখ
নিজেকে জারিত করে খেজুররস খুঁজে পাওয়াতে যার বিস্তার,
বিস্তার আসোলেই কোনো বিষয় নয়
এখানে মানুষ এখনো দৌড়াতে শেখে নি
ফলত মানচিত্রের অস্তিত্ব কে অস্বীকার করলেই চলে;
গাছটার সামনে আরো একটা গাছ,
অথবা একটা পুকুর
আদোতেও স্পষ্ট নয়
পেন্সিল দিয়ে আঁকিবুকি করতে করতে কেউ একটা দোমহলা বাড়ি এঁকে ফেললো।
ফলত এখানে একটা বিছানার দাগ-
আয়না একটা বিষয় ,
বালিশ একটা বিষয়,
থালা ভর্তি করে মা স্নেহ বেড়ে দিচ্ছে
কোথাও এক গ্লাস ভর্তি করে কেউ খুঁজে পাচ্ছে শেকড়ের আশ্বাস
এভাবেই বাবা ছেলেবেলায় পড়তে বসাত
আমি বাজারের হিষেব বাড়ি অব্ধি মনে রাখতে পারি।
এখানে আমাদের আর ঘুম-ঘুম পায়না
অনেক টা জলের শান্তি বুকে করে পাশাপাশি বেঁচে থাকি।
2021-09-17