আমি তোমায় শুধু ভালবাসার জন্যে ভালবাসি না জানো ;
এমন অনেক রাস্তায় রোজ এসে দাড়িয়ে থাকি,যেখানে হেটে যাই তোমায় ভালবেসে যাওয়া থেকে না ভালবাসার সাইনবোর্ড এর দিকে,
তোমার অপেক্ষায় প্রতিটা মুহুর্ত বাস স্টপে দাড়িয়ে থাকা থেকে দুম করে কোথাও হারিয়ে যাওয়া গুলোতে স্পষ্ট হয়ে ওঠে –
বৃষ্টিতে ভিজে আমার জ্বর আসে…
আমি তোমায় পেয়েও হারাই,
কারণ আমি তোমায় ভালবাসি তোমার তুমির জন্যে;
এই ভালবাসায় আমার কাঁধ ভারি হয়,
আমার ঘেন্না পায়,
ঝুঁকে যাই প্রতিটা মুহুর্তে আরও বেশি করে;
ভালবাসার সংজ্ঞা পরিবর্তনশীল হওয়াটাই কাম্য;
তোমার ভালবাসা আমাকে অন্ধ করেছে,
তাই দেখতে পাওয়াটাকে নির্দ্বিধায় না দেখা ভেবে অস্বীকার করি।
জানি হয়ত শীতের সকালের নরম সু্র্য গায়ে মেখে
শয়তানী বদমায়েশি হিংসা সব কিছুর লেপের তলায় গুটিসুটি মেরে বসলে আমার ঠান্ডা কম লাগবে,
তখন খুব শীত ভুলে গিয়ে তোমার কথা মনে পড়বে…
এই গল্পটা ভালভাবেই শেষ হয়,
হ্যাপি এন্ডিং গায়ে মেখে আমার আমি মারা যায়,
শরীর টা থাকে, কারণ…
আমি তো তোমার তুমি কে ভালবেসেছিলাম,
চিতার আগুনে তোমায় ভালবেসেছিলাম,
তাই বৃষ্টি শুনলে আমার আজও ভয় হয়,
ধিক ধিক করে জ্বলতে থাকা আগুন গুলো হটাৎ নিভে যাবে না তো!