অনেকদিন পর তোমাকে দেখলাম আজ
তুমি দাঁড়িয়ে আছো একা,নিঃসংকোচে;
দেখলাম,দু’চারটে চুল তোমার গাল চুম্বন করে আছে
তুমি দাঁড়িয়ে আছো একদৃষ্টে,কারো অপেক্ষায়।
তোমার কপাল জুড়ে বিপদ চিহ্নের লাল পতাকা
আমার রাস্তা আঁটকে সশব্দে উড়ছে,
আমি তখন কয়েক পা পিছিয়ে গেলাম
কে যেন তোমাকে হাত ধরে রাস্তা পার করলো
চৈত্রের শুষ্ক বাতাসে উড়ে গেল কিছু শুকনো পাতা ও স্মৃতি।
শুধু একটিই বিকেল এসে আমাকে থামিয়ে দিলো
তুমি বলেছিলে,“স্মৃতিই যেন আমাদের বারবার ফিরিয়ে নেয়,
কথা রেখো প্রিয়!
বিরহ আসুক;বিচ্ছেদ নয়।”
2022-11-11