হৃদয়ে বসে তুমি লুকিয়ে ফেলছো হৃদয়
ঘরে বসে লুকিয়ে ফেলছো বাড়ি
যেভাবে লুকিয়ে ফেলছো প্রেমিক
তোমার অন্ধ আঙুলের ফাঁকে।
জনতায় লুকিয়ে ফেলছো নির্জনতা
রোদে বসে লুকিয়ে ফেলছো রঙ
লুকিয়ে-লুকিয়ে,লুকিয়ে ফেলছো
অজস্র লুকোচুরি।
জীবনভর খেলছো! খেলে যাচ্ছো
তবুও কোথাও লুকাতে পারছো না
তোমার হৃদয়ে লুকিয়ে থাকা
আমার হৃদয়।