আগে আধুনিকা বলতে বুঝতাম
মেহেরুন্নেসার বুক ভরা বকুল বাগান
এখন দেখি বাট ভাঙা উদোম সিগারেট
হালের ছেঁড়া ছিন্ন জামার নিচে
খোলে রাখা উর্বশী’র উলঙ্গ বোতাম।
এখন আকাশ দেখি নৈরাশ্যের শেষ সীমানায়
জ্বালিয়ে রাখে মাংসপ্রদীপ
আনন্দ চাবি সবুজ শ্যাম্পেইন
বাউলের কেশ ভরা মিথুন পুরুষ
কুন্তি রমণীর শয্যা ধরে হেঁটে যাওয়া দূর।
এখন আধুনিকা বলতে বুঝি
হেক্টরের রাজ্যে বাড়া সুখের সোনা
এখন আধুনিকা বলতে বুঝি
চৌবাচ্চায় চাষ করা মানুষের পোনা
ঠোঁটে রকেট নিয়ে ছুটে চলা….
মেহেরুন্নেসার ঢাকা দুবাই এয়ার টিকেট।