4/5 - (1 vote)

জ্বলছে নগর, পুড়ছে গুদাম
বিপুল দাবানলে,
হুশ বেহুশে কাঁদছে নগর,
ভাসছে চোখের জলে।
এক নিমিষেই নিঃস্ব হয়ে
ভস্ম হলো তারা,
কে বা রাখে খবর তাদের
সব হারালো যারা?

অনিষ্ঠ এই দহন কেন?
হঠাৎ করেই আসলো যেন!
নগরপতির নগরদোলা,
বসবে সেথায় হাটেরখোলা।
আকাশ ছোঁয়া দালান করে
পুঁজির বাজার চলবে জোরে।
বাড়বে সূচক, অর্থনীতি,
নৈতিকতার বাতিল রীতি।
চলতি রবে এমনি ধারা,
হারিয়ে যাবে নিঃস্ব যারা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments