5/5 - (1 vote)

কালা গরলের জ্বালা আর তাহে অবলা
তাহে মুঞি কুলের বৌহারী |
অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা
ঘুপতে সে গুমরিয়া মরি ||

সখি হে বংশী দংশিল মোর কানে |
ডাকিয়া চেতন হরে পরাণ না রহে ধড়ে
তন্ত্র মন্ত্র কিছুই না মানে ||
মুরলী সরল হয়ে বাঁকার মুখেতে রয়ে
শিখিয়াছ বাঁকার স্বভাব |
দ্বিজ চণ্ডীদাস কয় সঙ্গদোষে কি না হয়
রাহুমুখে শশী মসি লাভ ||

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments