2/5 - (1 vote)

তোর শ্বাসচাপা চুমু আমি হেমন্তের বনশীর্ষে রেখে

আসি। ধূলির তরঙ্গ থেকে

যাচ্ছি শূন্যে ছুটি নিয়ে—

এমন তো নয়; কিন্তু কোথাও চাই না যেতে, গিয়ে

কী হবে? তার চেয়ে ভালো এই অনিদ্রার বন, আর

লুটিয়ে-পড়া পাতার শব্দ। যত নিঃশ্বাস আমার—

সব গুঁজে দিই এই নিম্নগামী ঢেউয়ে। যত দূর থেকে

আসুক বাতাস, ঝরে-পড়ার আগে ব্যথায় বেঁকে

গেলে তোর মুখ আমিও দেখেছি;

এখন যে-মাছি

ওড়ে ওই চেহারার চারপাশে, তার ডানার কম্পনে

জেগে ওঠে নশ্বরতা; আর অনন্তের বনে

ঘুরে-ঘুরে

সরে যাব এই উপড়ানো হৃৎপিণ্ড নিয়ে, বহু দূরে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments