তোমার বাদামি গন্ধ ডেকে আনে
সংখ্যাতীত ডানার গুঞ্জন
বহুবার উত্তোলিত ওই হাত স্থির
স্তব্ধতায় ডুবন্ত, হিম
ডানার শব্দ বুঝে গেছে মানুষের লেজ নেই
উড়ন্ত, আদিম
অসমাপ্ত শিরদাঁড়া, বহু আগে ছিল তার
লোমশ ক্রন্দন
ডানাগুলো গেঁথে আছে মাংশের আঠালো নিদ্রায়
দিগন্তে ছিল না কেউ, জীবন ডুবে আছে শবদেহে
মৃত্যুর নৌকায়