হাত-পা ছড়িয়ে সে নিঃসাড় ডুবেছিল লবণ-দ্রবণে। কণ্ঠনালি থেকে
বাতাসের ওঠানামা ছিল শুধু! এখন রয়েছে শুয়ে কদলিবাকলে,
আলপিনে গাঁথা তার পুরোটা শরীর
চামড়া ছাড়িয়ে রাখা হলো মাংসের পাশে। জল ভেঙে ভেঙে
গতরাতে ছোট ছোট পায়ে তুমি গিয়েছিলে বহুদূর…
স্বপ্নের ভেতর থেকে শোনা যায় জলশব্দ, হামাগুড়ি, নিদ্রিত রোদন