আমাদের যৌনান্ধ জাগরণ শেষ হয়ে গেছে; যৌথ লাম্পট্য
মূর্খতা, হাওয়ায় রেখে দিগম্বর শরীরের ভর
এখন নিঃশ্বাসের অন্ধকার, নিদ্রার স্তব্ধতা,
এখন বলো না কোনো কথা, এখন ভেবো না কোনো স্বর
এই যে বিছানা, যেন শুযে থাকা—জেব্রা ক্রসিংয়ের উপর
শুয়ে তো ছিলাম, তবু রাত্রিজিভ আমার গ্রীবায় ছড়িয়েছে লালা
ঘুমের ভেতর কেন জেগে ওঠে দাঁত, মাংসময় ছুরি,
বেশ্যার বিষণ্ন পাঠশালা