প্রতিটি সড়কে মেঘ ঝ’রে পড়ছিল
আহা
কালো নদীতে ভেসে যাচ্ছিল হাড়গোড়
আহা
বিদ্যুচ্চমকের মধ্যে হারানো চেহারা ভেসে উঠছিল
আহা
যাতে মৃতরা কবর থেকে উঠে আসে
আর মুমূর্ষুর নিঃশ্বাস সমুদ্রে জমা হয়
ওহ! জীবাশ্মের নিচে চাপা প’ড়ে যায়
আমাদের কোট আর কার্ডিগান
প্রতিটি সড়কে মেঘ ঝ’রে পড়ছিল
আহা
কালো নদীতে ভেসে যাচ্ছিল হাড়গোড়
আহা
বিদ্যুচ্চমকের মধ্যে হারানো চেহারা ভেসে উঠছিল
আহা
যাতে মৃতরা কবর থেকে উঠে আসে
আর মুমূর্ষুর নিঃশ্বাস সমুদ্রে জমা হয়
ওহ! জীবাশ্মের নিচে চাপা প’ড়ে যায়
আমাদের কোট আর কার্ডিগান