একটি টিকটিকি
ছুটে গেলো আরেকটি টিকটিকির দিকে
একটি মোরগ প্রকাশ্য দুপুরে
উপগত হলো একটি মুরগির ওপর
একটি পাখির ঠোঁট
সংযুক্ত হলো আরেকটি পাখির ঠোঁটে
একটি কুকুর প্রকাশ্য উঠোনে
দখল করলো একটি কুকুরীর গুহ্যদেশ
একটি বিধবা
এইসব দৃশ্যকে পাহারা দিতে দিতে
স্বর্গে চলে যায়