কুড়িয়ে পেয়েছিলাম পূর্বজন্মে কামারশালার বাইরে
হারিয়েও ফেলেছিলাম মল্লযুদ্ধের ময়দানে
হোমারের জংধরা সাইকেল
অন্ধজন সাইকেলের চোখে দেখেছিল পৃথিবীর আলো
আমার কাছে এসে সাইকেলই হয়েছিল অন্ধ
এ জন্মেও কুড়িয়ে পেয়েছি আবার
পানশালার অন্ধকার সিঁড়ির বাইরে
নেশাগ্রস্থ এক তরুণীকে পেছনে চড়াতেই
মাডগার্ড রেখে সাইকেলটি হারিয়ে গেলো
পুলিশ কন্সটেবলের হাতে শোকজ লেটার
আমাকে দেবে বলে এ তল্লাটে ছদ্মবেশে ঘোরে
আমি কই?
কোথায় হোমারের নির্জন সাইকেল?
কোথায় হোমার?
কেউ নেই, কোথাও নেই
এসবই কোনো এক ঘড়ির ষড়যন্ত্র কিংবা
কোনো ষড়যন্ত্রকারীর ঘড়ির ফাঁদ
ফেঁসে গেছি আমরা;
হোমার, নির্জন সাইকেল ও আমি