বাংলা কবিতা, সাঁতরে জীবন পাড়ি দিচ্ছি কবিতা, কবি বরুণ কুমার বিশ্বাস - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

জীবনের নদী সাঁতরে সাঁতরে পৌঁছে যাচ্ছি যন্ত্রণার সমুদ্রে
ঢেউয়ের চাবুকে চাবুকে উঠে যাচ্ছে পিঠের চামড়া;
সাঁতার কাটছি টেংরা মাছের সাথে,
এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই।

জলের শরীরে মিশে যাচ্ছে জীবনের অক্সিজেন
সমুদ্রে অপেক্ষা করছে- হাঙরের দল
নীলতিমির গুমোট উদর ;
জলদস্যুদের অবৈধ বন্দুকের বৈধ গুলি।

কষ্টের অবতারের মন্ত্রে মরে যাচ্ছে প্রাণ ভোমরা !

শঙ্খ-মরে গেলে হয়ে যাবে পুজোর সরঞ্জাম
নারী ও পরুষের অস্বীকার উপেক্ষা করে
সাঁতার কাটছে গর্ভপাতের মৃত শিশু-ভ্রূণও !

মানবজন্মের অভিশাপ-নিয়তির একান্ত হাতে ছেড়ে
সাঁতরে সাঁতরে পৌঁছে যাচ্ছি যন্ত্রণার সমুদ্রে।

অভিযান কোথাও না কোথাও শেষ হবে
সাঁতরে পাড়ি দিচ্ছি এক দুর্বিসহ জীবন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments