প্রতি শুক্লপক্ষে প্রতি কৃষ্ণপক্ষে আমি আর মানুষ থাকি না
স্টার্নামের ভেতর চলে উলম্ব ব্যথার কার্নিভাল
ইচ্ছে হয় ঢেলে দেই ভদকা উপশমের হ্যালুশিনেশনে
পৃথিবীর কোথাও বিশ্বযুদ্ধ শুরু হলেও দায় নেই
পোড়াবাস্তবের মুখোমুখি আমি ভীষণ পোড় খাওয়া, পরাস্ত
এক পক্ষের শোক শেষ হতে না হতেই-
নতুন পক্ষ শুয়ে থাকে ব্যথার বালিশে, শ্মশানের আগুন হাতে
মাঝখানে জেগে ওঠে ধারাবাহিক আত্মহননের বিউগল
ডজনখানেক প্যাথেড্রিন এম্পুলের বিপুল আর্তনাদ
আহত সিপাহীর বিদ্ধস্ত বর্ম বুকে চেপে রাখি ;
যদি শান্তি নেমে আসে শূদ্রের কাছারিঘরের কুমণ্ডলুতে
পরাজিত আঙুলের মুষ্টিবদ্ধ দমে দেখি বেহালাসন্ধ্যা
চিরায়ত ডিকশন খুঁজে খুঁজে করে উঠি বিশুদ্ধ শোক
কষ্টের দেয়ালে মাথা ঠুকে ঠুকে লিখে ফেলি বিকল্প ক্যাথারসিস