হেন্নাগারা গেটের কাছাকাছি আছি
কোথাও বাজছে বাসন্তী পুজোর চঞ্চল ঢাক
চৈত্রের নতুন পাতায় এখানেও হাসে দেবদারু
রয়েল হোমসের ছাদ ভরে আছে জায়মান অক্সিজেনে
আয়নার পেছনে এক লৌকিক দেবতার ফটো
ঘুমিয়ে আছে, তাপমাত্রার ক্লান্তিকর দুপুরে
মেরামত করা বুক ভরে দম নেই, দম
পরের সপ্তাহে আবার চলে যাবো দমদম
এই শহরের রোদের দেয়াল বেয়ে
নতুন জীবনে হাঁটতে শিখেছি দেবালয়ের ব্যালকনিতে
ঢাকার দাঁড়কাকেরা কি এখানে পালিয়ে এসেছে?
হৃদরোগে আক্রান্ত কবিদের মতো?
ধ্বসে পড়া পাকুর গাছের আড়াল থেকে আসে
ভোরবেলার কাকেন্দ্র সংগীত, কোকিলের অর্কেস্ট্রা
বোম্মাসান্দ্রার উইকেন্ডে স্যাটেলাইট টিভিতে
তামিলনাড়ুর হেব্বি এ্যাকশন সিনেমায় কৃষ্ণমেয়ের
কান্নায়ও চোখে জল আসে না, মুক্তো আসে
ঘুমেরঘোরে শুনি—
এনেস্থিসিয়ানদের জন্মদিনের কোরাস, ছন্দের কোলাজ
এক যাদুকরী বাঁশিসন্ধ্যার বিরতিহীন জিঙ্গেল