বাংলা কবিতা, একসমুদ্র যন্ত্রণার ফানুস উড়িয়ে কবিতা, কবি বরুণ কুমার বিশ্বাস - কবিতা অঞ্চল
3.5/5 - (2 votes)

পাহাড়ের বুকের মতো বুক আমার
গুহার গহীনে অন্ধকারের স্রোত,
অথচ আমি নাকি মানুষ !

হা, হা, হা…

কতো গান গেল পুড়ে
কতো জল গেল উড়ে
কতো প্রাণ গেল দূরে

বেলা ফুরিয়ে গেলে থামে কোলাহল
থামেনা কেবল আমার যন্ত্রণার আগ্নেয়গিরি
অথচ আমি নাকি মানুষ !

একদিন অমাবস্যার অন্ধকারে-
একসমুদ্র যন্ত্রণার ফানুস উড়িয়ে
সভ্য সমাজের মানুষ হবো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments