Review This Poem

তোমাকে খুঁজতে গিয়ে আমনের ক্ষেতে
পিছলা আলের পাশে দেখি এক বলাকার ফাঁদ,
চৌদিকে দুলছে তার হিমেল বাতাসে
সোনালী ধানের শীষ হাসিতেই গড়ে বাঁকা চাঁদ।

ক্ষুধার্ত ক্ষ্যাপাটে ঢোরা খেয়ে ছোট টাকি
ফেললো আমাকে দেখে বার দুই বিরক্তির শ্বাস,
অদূরে দাঁড়ায়ে ছিলো হটটিটি ক’টা
পালায়নি তবু উড়ে ডেকেছিলো গলা ছেড়ে হাঁস।

জিজ্ঞাসিনু ঢের ডেকে ‘বলো পানকৌড়ি!’
ওরাই দু’জনে ছিলো সাবধানে কচুরিপানার আড়ে,
বুঝেও দেয়নি সাড়া শালিকের মতি
যদিও দেখেই ঠেলে ঢুকেছিলো কলমির ঝাড়ে।

হারায়ে স্বপ্নের সারি ফিরছি যখন
মেঘের উদরে ছুঁড়ে অবশেষে ছেঁড়া অভিমান,
তখনি উঠলো বেজে খাগড়ার বনে
ভীষণই মধুর সুরে পাশাপাশি ডাহুকের গান।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
শাহাদাতুর রহমান সোহেল
2 years ago

Very Good – Best wishes to you