আর কার কাছে পাবো
এতোটুকু স্নেহ আর মমতার জন্য আমি কতোবারনিঃস্ব কাঙালের মতো সবুজ বৃক্ষের কাছে যাই-হে বৃক্ষ আমাকেসম্পূর্ণ
একা হয়ে যাও কাব্যগ্রন্থটির রচিয়িতা মহাদেব সাহা। কাব্যগ্রন্থটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়।
এতোটুকু স্নেহ আর মমতার জন্য আমি কতোবারনিঃস্ব কাঙালের মতো সবুজ বৃক্ষের কাছে যাই-হে বৃক্ষ আমাকেসম্পূর্ণ
আমি যে এখন কী করি না করি আর কখন কোথায় যাইকিছুই জানি নাহয়তোবা পিপাসায় মুখেসম্পূর্ণ
কেবল স্বপ্নের মধ্যে যাতে পারি আমিতোমার নিকটে-তা ছাড়া তোমার কাছে পৌঁছবার আর কোনো পথ খোলাসম্পূর্ণ
এই দুঃখীর জীবনে তুমি ফোটাওসামান্য দুটি ফুল,না হোক গোলাপ-চাঁপা নিরিবিলিদুইটি বকুল;আমার তাতেই হবে চাইবো নাঅনন্তসম্পূর্ণ
মানুষ কিছুই শিখলো না আর, কিছুই শিখলো নাএইসব বয়স্ক বালক-শুধু আদিবিদ্যা তীর ছোঁড়া ছাড়া তারসম্পূর্ণ
একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতোঠিক দুঃখমগ্ন অসহায় কয়েদীর মতোনির্জন নদীর মতো,তুমি আরো পৃথক বিচ্ছিন্নসম্পূর্ণ
তারা আমাদের কেউ নয় যারা মসজিদ ভাঙেআর মন্দির পোড়ায়,তাদের মুখের দিকে চেয়ে সমস্ত আবেগরাশিহয়ে যাওসম্পূর্ণ