ওরে ও নীল নয়না হরিণ চোখের মেয়ে
তোর শহরে থাকি আমি, আমার আকাশ নিয়ে।
এই আকাশে মেঘ জমে না, বৃষ্টি নামে আমার চোখের জলে
আমার স্বপ্নে রাণী তুই, ওগো মিষ্টি মেয়ে!
তোর শহরে বৃষ্টি নামায় আমার চোখের জলে।
ভেজায় তোরে গ্রীষ্ম, বর্ষা, শীতে
হিয়ার মাঝে লুকায় রাখি অতি আদরে
কেউ যেন না দেখতে পারে আমার প্রিয়ারে।
ভালোবাসি তোরে আমি, ভালোবাসা দিয়ে
তোর মাঝেতে হারিয়ে খুঁজি আমি আমারে
তোর স্বপ্নে স্বপ্ন দেখি আমি ঘুমের ঘোরে।
ওরে ও নীল নয়না হরিণ চোখের মেয়ে
তোর শহরে বেঁচে আছি জীবনের নিয়মে।
শূন্যতার চিলে কোঠায় লুকিয়ে রাখি শূন্য আমারে
কোটি মানুষে বাস করি শূন্যতা ঘিরে
শূন্যে আমি ঠায় দাঁড়িয়ে তোর আশাতে।
ওরে ও নীল নয়না হরিণ চোখের মেয়ে
তোর শহরেই বিরাজ করি, তোর স্মৃতি ঘিরে।