এখনো আমার শ্বাস চলছে
তারমানে আমি বেঁচে আছি।
জ্বরের কারণে সমস্ত শরীর গরম হয়েছে
তারমানে আমি এখনো মারা যায় নি।
বুকের বা-পাশের সো সো শব্দ বন্ধ হয় নি
এর অর্থ আমার হার্ট কাজ করা বন্ধ করে নি।
মাথা ব্যাথার প্রচন্ড যন্ত্রণা আমি অনুভব করছি
অর্থাৎ আমার অনুভূতি শক্তি ঘুমিয়ে পড়ে নি।
তোমাকে ভীষণ মিস করছি
তারমানে তোমায় আমি ভুলে যায় নি।
সব মিলিয়ে আমি এখনো ঠিক আছি
এর মানে আমি এখনো ভেঙে পড়ি নি।
আমাকে এখনো লাশ কাঁটা ঘরে নেওয়া হয় নি
আমার জানাজা এখনো দেওয়া হয় নি
সাদা কাপড় পড়িয়ে আমার এখনো দাফন হয় নি
তারমানে আমি এখনো বেঁচে আছি।
বেঁচে আছি মানে
এখনো আমি তোমারই আছি।