বেঁচে আছি আজও যারে ভালোবেসে
সে যেন আমার চেয়ে বেশিদিন বাঁচে।
আমার বিদায় সে ঠিক সয়ে নেবে
তার বিদায় আমি সইবো কেমনে!
ভালোবাসার পদ্যগুলো রেখে যাব তার স্মরণে
আমি জানি সেও কাঁদবে আমার মরণে।
প্রকাশ্যে কিংবা অতি গোপনে
শাড়ির আঁচলে মুখ লুকিয়ে।
সেও আসতে চাইবে
আমার লাশের পাশে।
ব্যথা লুকিয়ে সে নিজেকে ঠিক গুছিয়ে নেবে!
আমি শুধু হারিয়ে যাব তারে ভালোবেসে।
সব বাঁধা ছিড়েখুঁড়ে সে যদি আসে ফিরে
দেখবে তখন নেই আমি আর কোনখানে।
কত কথা পড়বে মনে
রেখে দেবে সে অতি যতনে, গোপন করে
অথবা হারিয়ে ফেলবে অবহেলা আর অযত্নে
আজ যেমন হারিয়ে গেছি তার সব স্মৃতি থেকে।
তবুও চাইবো আমি,
সে যেন আমার চেয়ে বেশিদিন বাঁচে।