কোনো এক গোধূলিতে
আমিও ফিরবো তোমার দ্বারে।
নেবে কি আমায় আপন করে?
বুকের মধ্যে কথা জমে পাহাড় হয়ে আছে
সবটা বলবো তোমায় একটুকু সময় পেলে।
তখনও কি ব্যস্ততা দেখিয়ে দূরে ঠেলে দেব?
কথার বোঝা বইতে বইতে
আমার বয়স বেড়ে গেছে।
চুলে পাক ধরেছে,
চামড়াতে ভাজ পড়েছে,
চোখের জ্যোতি কমেছে।
বিশ্বাস কর,
সব হারিয়ে তোমার ‘তুমি’ আজ শূন্য হয়েছে;
তোমার প্রতি ভালোবাসা ঠিক আগের মতোই আছে
হয়তো-বা আগের চেয়েও বেড়ে গেছে।
তুমি কি সেই আগের মতো আছো?
এখনো কি মধ্যরাতে আমার কথা ভাবো?
এখনো কি আগের মতো আমায় ভালোবাসো?
ভীষণ জানতে ইচ্ছা করে।