3.5/5 - (2 votes)

প্রতিদিন এ পাড়ায় কত স্বপ্নের মৃত্যু হয়
কখনো কি খোঁজ নিয়েছ ভাই!

ভোটের মৌসুমে এ পড়ায় খুব আনাগোনা।
ও-পাড়ার দালানে দালানে খুব কানাকানি।

মৌসুম শেষে কে তুমি–
কেই-বা আমি!

তুমি থাকবে রাজ ভবনে
আমি পতিতা পল্লী।

ক্ষুধার্ত পেটে দেহ বিকিয়ে আমি পতিতা
আমার লাশের দাফন হবে না।

আমার ভোট অপবিত্র না!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments